জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউজার্সির সাধারণ সভার মাধ্যমে ২০২৫-২০২৬ নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে হোসাইন পাঠান বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার চৌধুরী পারেক পুনরায় নির্বাচিত হোন।
আজ সন্ধ্যায় বেঙ্গল ইন্সুইরেন্স ভবনে জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সির বার্ষিক সাধারন সভায় অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের বিভিন্ন কার্য় দিবস ও বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। সভায় উপদেষ্টা মোশাররফ হোসেন, গোলাম রাব্বানী শাহীন , ফটিক চৌধুরী ,সৈয়দ জুবায়ের আলী , খালিদ আলী, সভাপতি হোসাইন পাঠান বাচ্চু , কমিশনার মাহমুদুল হাসান , সহ বয়োজ্যেষ্ঠ মুরুব্বি গন উপস্থিত ছিলেন । সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কমিটি পুন গঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় হোসাইন পাঠান বাচ্চু ও আনোয়ার চৌধুরী পারেক কে নির্বাচিত করা হয়।