তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।
প্রবাসে থাকলেও যেন আমাদের সন্তানরা ইংরেজী শিক্ষার ছোঁয়ায় ভূলে না যায় আমাদের প্রিয় স্বদেশ বাংলা মায়ের ভাষা,আ-মরি বাংলা ভাষা,কৃষ্টি,সংস্কৃতি আর ধর্মীয় মূল্যবোধ। এমন অভিপ্রায় ও পথপ্রদর্শন দেখানোর প্রত্যয় নিয়ে মিশিগান জুড়ে নেয়া হয়েছে দেশীয় সামার জ্যাম মেলা নামে এক ব্যতিক্রমী আনন্দ উৎসব। ইতিমধ্যে মেলাকে ঘিরে সোশ্যাল মিডিয়া প্রকম্পিত হচ্ছে।
আগামী ১৯ ও ২০ জুলাই সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটি হল,ওয়ান সিটি স্কয়ারে দু’দিন ব্যাপী এমন জমকালো মেলাতে দর্শক শ্রোতাদের বিনোদন দিতে মিশিগানে আসছেন শুভ্র দেব, বিন্দু কণা,জিনাত জাহান মুন্নী, ইকি গা (ইকবাল),ডি বয় হিমেল, রাভ ইন্ডার, জান মার্টিজেন, কে ভি সিং এর মতো স্বদেশী, ভারতীয়,পান্জাবী, মেক্সিকান সহ পৃথিবীর সেরা কন্ঠ শিল্পীরা। এসব সেরা শিল্পীরা তাদের সুরেলা কন্ঠে মনমাতানো গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলবে। থাকবে ডেন্স, ফ্যাশন শো, রাফ্রেল ড্র এমনকি আরো নানান জমকালো আয়োজন।

মটর বিজনেস রাজ্য হিসেবে পরিচিত মিশিগানে আসছে এমন মেলা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিশিগান,নিউইয়র্ক,বাফেলো সহ আরো কয়েকটি বাংলাদেশী অধ্যুষিত রাজ্যের সঙ্গীত প্রেমী হাজারো প্রবাসী দর্শক।
‘বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন’ মিশিগানের অন্যতম প্রধান কর্ণধার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিঙ্গার ইকবাল হোসেইন ও হিমেল হোসেইনের সার্বিক দিক নির্দেশনায় এক ঝাক উদিয়মান সংস্কৃতিমনা কর্মী ওই মিশিগান সামার জাম হবে এসময়ের জন্য একটি অনন্য উপহার। এতে খরচ হবে অন্তত ৭০/৮০ হাজার ডলার।

দৃষ্টি নন্দন এমন মেলায় অন্তত ২০/২৫ হাজার প্রবাসীর সমাগম ঘটবে বলে আয়োজক ইকবাল হোসাইন ও হিমেল হোসাইন সহ মেলার কার্যক্রমে জড়িত অনেকেই। মেলার সাথে জড়িত রাজন উদ্দিন জানান,ইতিমধ্যে মেলা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে শেষ করার লক্ষ্য নিয়ে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন । তিনি বলেন, একাধিক সাংগঠনিক বৈঠক, মতবিনিময়ের মাধ্যমে আসছে মেলার সার্বিক বিষয়াদি তুলে ধরা হয়েছে সামাজিক সেক্টরে।
এমন মেলায় আসলে উঠতি বয়সী প্রবাসী স্টুডেন্টরা বাংলার কৃস্টি-সংস্কৃতির মাধ্যমে আগামী ভবিষ্যৎ চলার করণীয় দিকগুলো জানার এক অপূর্ব সুযোগ পাবেন। এমন মেলায় বিদেশী নাগরিকরাও উপস্থিত থেকে ‘বাংলাদেশী সামার জাম’ মেলাকে উৎসাহিত করবে বলে জানা গেছে। এতে করে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো সুপরিচিত করার পথ সুগম হবে।
এশিয়ান পোস্ট/আরজে