আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে। এছাড়া চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে কংগ্রেস।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাকিস্তান ও সৌদির মধ্যে ঐতিহাসিক এ চুক্তি হয়। এতে বলা হয়েছে, দুটি দেশের ওপর অন্য যে কোনো দেশের হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদি ও পাকিস্তান আক্রান্ত হলে একেঅপরের সহায়তায় এগিয়ে যাবে।
ভারতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ এক্সে মোদির সমালোচনা করে লিখেছেন, “হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনীরের জন্য হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছিলেন। অসিম মুনির হলেন সেই একই ব্যক্তি যার উস্কানিমূলক বক্তব্যের কারণে এপ্রিলে পেহেলগামে হামলা হয়।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মোদির বহুল আলোচিত চীন সফরের কয়েকদিন পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য তাদের গোপন মিলিটারি কমপ্লেক্স খুলে দেন।”
“এখন সৌদি আরব, পেহেলগাম হামলার সময় যেখানে প্রধানমন্ত্রী মোদি ছিলেন, তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করেছে। অবশ্যই এটির বড় প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য রয়েছে।”
এগুলো সব মোদির কূটনৈতিক ব্যর্থতা উল্লেখ করে কংগ্রেসের এ নেতা বলেন, “ভারতীয় জাতীয় কংগ্রেস উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আমাদের প্রধানমন্ত্রীর বহু-প্রচারিত ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টায় আরও একটি ধাক্কা লেগেছে।”সূত্র: ইকোনোমিক টাইমস
এশিয়ানপোস্ট /আরজে