আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে উঁচু ভবনটি ধসিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে অন্তত তিনবার হামলা চালায়। এরপর এটি ধসে পড়ে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভবনটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, সেখানে হামাসের অবকাঠামো ছিল। এ কারণে এটি ধসিয়ে দেওয়া হয়েছে।
দখলদাররা দাবি করেছে, ভবনটির বেজমেন্টে হামাস কার্যক্রম পরিচালনা করছিল। যেখান থেকে তারা হামলার পরিকল্পনা করছিল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ভবনটিতে বোমাবর্ষণের আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন কোনো বেসামরিক মানুষ হতাহত না হন। এছাড়া হামলায় নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাাবি করেছে তারা।
গাজার বিভিন্ন সংবাদমাধ্যমে এরআগে ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছিল, গাজা সিটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। হামলার আগে ওই ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল দখলদার ইসরায়েল। তবে সবাই সরে গিয়েছিল কি না সেটি নিশ্চিত নয়। এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছেন কি না সেটিও জানা যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, গাজা সিটির সব উঁচু ভবন তারা ধসিয়ে দেবেন। এ দখলদার দাবি করেন, শহরটির উঁচু ভবনগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করে। সূত্র: টাইমস অব ইসরায়েল
এশিয়ানপোস্ট/আরজে