আন্তর্জাতিক ডেস্কঃ
আন্তর্জাতিক জলসীমায় নিজেদের যুদ্ধজাহাজের ওপর ভেনেজুয়েলা যুদ্ধবিমান উড়িয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিজেদের যুদ্ধজাহাজের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ানোকে ‘উস্কানি’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
গত মঙ্গলবার ভেনেজুয়েলার একটি ‘মাদক নৌকায়’ হামলা চালায় মার্কিন সেনারা। এতে ১১ জন নিহত হয়। যেটিকে ভেনেজুয়েলার সরকারের মাদক নৌকা হিসেবে দাবি করে তারা। এরআগে ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের আটটি যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র। তারা জানায়, মাদকের বিরুদ্ধে লড়াই করতে সেখানে সেনা সমাবেশ করা হয়েছে।
তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুদ্ধজাহাজ আসাকে স্বাভাবিকভাবে নেননি। গত সোমবার তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে।
এদিকে ভেনেজুয়েলাকে মাদক সম্রাট হিসেবে অভিহিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত মাদকবিরোধী এবং সন্ত্রাসবিরোধী অভিযানে কোনো ধরনের বাধা, প্রতিরোধ বা হস্তক্ষেপের চেষ্টা না করার জন্য ভেনিজুয়েলার ক্ষমতাসীন মাদক চক্রকে জোরালোভাবে সতর্ক করা হচ্ছে।”
মাদক চোরাচালান রোধে এরআগে ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে সাধারণত টহল দিত যুক্তরাষ্ট্র। কিন্তু তারা সেই কৌশল থেকে সরে এসে প্রাণঘাতি হামলা চালানোর কৌশল অবলম্বন শুরু করেছে। সূত্র: এএফপি
এশিয়ানপোস্ট/আরজে