আন্তর্জাতিক ডেস্কঃ
ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বাঘের মহাবিপন্ন প্রজাতি সাইবেরিয়ান বাঘ বা আমুর বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে সাইবেরিয়ান বাঘ বিপন্ন প্রজাতি হলেও বিলুপ্তির আশঙ্কা আর নেই।
রাশিয়ার আমুর টাইগার সেন্টারের চেয়ারম্যান কনস্ট্যানটিন শুয়াচেঙ্কো এ ত্যথ জানিয়েছেন। রাশিয়ার সম্প্রচার সংবাদমাধ্যম আরটি-কে বুধবার তিনি বলেন, “২০১৩ সালে রাশিয়ায় সাইবেরিয়ান বা আমুর বাঘের সখ্যা ছিল ৪৩০টি। বর্তমানে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৭৫০টিতে। আমুর বাঘ এখন আর বিলুপ্তির আশঙ্কায় নেই।”
“১৩ বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার নেতৃত্বাধীন সরকার ‘ন্যাশনাল টাইগার কনজারভেশন স্ট্র্যাটেজি’-এর আওতায় আমুর বাঘের প্রজাতি রক্ষায় গৃহীত লক্ষ্যমাত্রা অনেকাংশে পূরণ হয়েছে।”
প্রসঙ্গত, সাইবেরিয়ান বা আমুর বাঘ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঘের প্রজাতি। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ডোরাকাটা হলেও আকার-আয়তনে এটি বেঙ্গল টাইগারের দ্বিগুণ। একটি পূর্ণবয়স্ক পুরুষ সাইবেরিয়ান বাঘ সাধারণত লেজসহ লম্বায় প্রায় ১২ ফুট (দেহ ৭৭ ইঞ্চি, লেজ ৩৯ ইঞ্চি) এবং স্ত্রী বাঘ লেজসহ লম্বায় প্রায় ৯ ফুট (দেহ ৭০ ইঞ্চি, লেজ ৩৬ ইঞ্চি) হয়ে থাকে। পুরুষ বাঘের ওজন সাধারণত ১৮০ কেজি থেকে ৩০৬ কেজি এবং নারী বাঘের ওজন ১০০ থেকে ১৬৭ কেজির মধ্যে হয়ে থাকে। তুন্দ্রা অঞ্চলের তীব্র শীত থেকে বাঁচার জন্য এদের চামড়ার পুরুত্ব, পশমের দৈর্ঘ্য ও ঘনত্ব রয়েল বেঙ্গল টাইগারের চেয়ে অনেক বেশি।
একসময় উত্তরপূর্ব চীন, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল এবং পুরো কোরিয়া উপদ্বীপ দাপিয়ে বেড়াত আমুর বাঘ। কিন্তু অতিমাত্রায় শিকার ও বনাঞ্চল ধ্বংসের ফলে ২০ শতকের গোড়াতেই চীন এবং কোরিয়া উপদ্বীপ থেকে হারিয়ে যায় এই বাঘ। বর্তমানে এটি শুধু রাশিয়ার টিকে আছে।
যে ৭৫০টি আমুর বাঘ এখনও আছে রাশিয়া— সবগুলোই আছে সাইবেরিয়ার দুর্গম বনাঞ্চলে। এর বাইরে চিড়িয়াখানা এবং বিভিন্ন দেশের অভয়ারণ্যে রয়েছে আরও শতাধিক বাঘ। বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচারের তালিকায় এখনও সাইবেরিয়ান বাঘ বিপন্ন তালিকাভুক্ত।
এশিয়ান পোস্ট/ আরজে