নিউ জার্সির প্যাটারসনের হিন্সলাইফ স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে। ইভেন্ট ইউএসএ আয়োজিত এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এই ফেস্টিভ্যালে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। প্রথমবারের মতো নিউজার্সিতে পারফর্ম করা এই ব্যান্ডের জনপ্রিয় গানে মেতে ওঠে হাজারো দর্শক। এছাড়াও পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় ফোকশিল্পী সায়েরা রেজা, ক্লোজআপ তারকা রাজীব, আরটিভি তারকা চন্দ্রা রায়, নিউইয়র্কের প্রিয় শিল্পী রোজী আজাদ, মুমিত, রায়হান এবং ব্যান্ড দল ইয়াসির। অনুষ্ঠানটির সাউন্ড সিস্টেমে সহায়তা করেন পিংক নয়েজ এর স্বত্বাধিকারী আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক চেয়ারম্যান জন কারি, কংগ্রেসওমেন নেলি পো, গভর্নর প্রার্থী মিকি শেরিল, অ্যাসেম্বলি সদস্য আলা আব্দুল আজিজ, সিনেটর বেনজি উইম্বলিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফেস্টিভ্যাল আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন আহ্বায়ক হোসেন পাঠান বাচ্চু, কাউন্সিলম্যান এর্টলাজ ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তাহিরুল ইসলাম নান্নু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমির উদ্দিন, আহায়া খান, কবির আহমেদ, নাসরিন আহমেদ, বিএনপি নিউজার্সি স্টেট নর্থ সভাপতি সৈয়দ জুবায়ের আলী, জালালাবাদ এসোসিয়েশন অব নিউজার্সিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ছিলো ফ্রেশ ওয়ার্ল্ড সুপার মার্কেট। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল স্পন্সর, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।