আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়া মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইলের মাধ্যমে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল মস্কোতে গাড়ি বোমা হামলায় এক রুশ জেনারেল নিহত হওয়ার একদিন পরই ইউক্রেনে এই আক্রমণ চালানো হলো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিনঝাল মিসাইল দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এছাড়া, দেশটির দেনিপ্রোপার্টভোস্ক অঞ্চলের আন্দ্রিভকা ও খারকিভের প্রাইলিপকা এলাকা দখল করার কথাও তারা জানিয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো বলেন, রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এর ফলে পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নতুন হামলার পর ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ জনগণের জীবনযাত্রায় ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইউক্রেনের উপর রাশিয়ার কৌশলগত চাপ বৃদ্ধির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের আক্রমণকে উদ্বেগজনক হিসেবে দেখছে এবং দ্রুত সংঘাত কমানোর আহ্বান জানাচ্ছে।
সূত্র: ফ্রান্স ২৪