আটলান্টিক সিটিকে আমেরিকানদের কাছে সুন্দর, পরিছন্ন এবং নিরাপদ সিটি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাউন্সিল এটলার্জ পদে নির্বাচন করবেন সাংবাদিক আকবর হোসাইন
বিশ্বের অন্যতম নামকরা সিটি হিসাবে পরিচিত আটলান্টিক সিটিকে বাংলাদেশী এবং আমেরিকানদের কাছে সুন্দর, পরিছন্ন এবং নিরাপদ সিটি হিসাবে গড়ে তোলার প্রত্যেয় নিয়ে ২০২৫ সালের জুনের ১০ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিল এটলার্জ হিসাবে নির্বাচন করবেন বাংলাদেশী বংশদ্ভুত চটগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সন্তান আকবর হোসাইন।
লেবার সংগঠন লোকাল ফিফটি ফোরের দীর্ঘ ২৫ বছরের প্রাক্তন সভাপতি বব মেকডেবিট ২০২৫ সালের আটলান্টিক সিটির মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মলের বিপরীতে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করবেন এবং ববের সাথে কাউন্সিল এটলার্জ হিসাবে নির্বাচন করবেন সাংবাদিক আকবর হোসাইনৃ প্রাক্তন পুলিশ অফিসার জন ডেবলিন এবং কমিউনিটি একটিভিস্ট স্টিভ ইয়ং।
উল্লেখ্য ক্যাসিনো শহর হিসেবে স্বীকৃত আটলান্টিক সিটিতে প্রায় ১৫ হাজারের অধিক বাংলাদেশীর বসবাস। যদি বাংলাদেশীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আকবর হোসেন জয় নিশ্চিত। আকবর হোসেন একজন সাংবাদিক , কমিউনিটির সর্বজন পরিচিত মুখ। সমাজ সেবায় নিবেদিত একজন সদালাপী মানুষ।