আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকারের জান্তা বাহিনী। এতে কমপক্ষে ৩১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র একটি হাসপাতালে বোমা বর্ষণ করে জান্তার বিমান বাহিনী। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
হাসপাতালের স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং বলেন, “এখানকার অবস্থা ভয়াবহ। আমরা এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ ও ৬৮ জন আহত রোগী উদ্ধার করতে পেরেছি। তবে মনে হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।” তিনি জানান, হামলার পর সারারাত উদ্ধারকাজ চলছে।
এ ঘটনায় জান্তা বাহিনীর মুখপাত্ররা মন্তব্য করতে রাজি হয়নি।
গত কয়েক মাস ধরে রাখাইন প্রদেশে নিয়ন্ত্রণ করছে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। আরাকান আর্মিও বুধবার রাতে এক বিবৃতিতে ওই হামলার তথ্য স্বীকার করেছে।
২০১৩ সালের অক্টোবর থেকে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত শুরু হয়। দুই বছরের মধ্যে আরাকান আর্মি জান্তা বাহিনী ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীকে প্রায় পুরোপুরি বিতাড়িত করেছে। এই সংঘাত জান্তাবাহিনীর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কয়েক মাস আগে জান্তা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, ভোট গ্রহণ হবে আগামী ২৮ ডিসেম্বর। তবে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি জান্তাবিরোধী গোষ্ঠী এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে।