আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের প্রধান (আইএসপিআর) আহমেদ শরিফ চৌধুরী সংবাদ সম্মেলনে একজন নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কের সৃষ্টি করেছেন। এই ঘটনা গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআরের সদরদপ্তরে ঘটে।
ঘটনার শিকার নারী সাংবাদিক আবসা কোমাল, যিনি পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম জিও নিউজ উর্দুতে কর্মরত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিক কোমাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত প্রশ্ন করেন আইএসপিআর প্রধানকে। তিনি জিজ্ঞাসা করেন, “আপনার বলা তিনটি কথা বেশ গুরুত্বপূর্ণ; যেমন ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘দিল্লির হাতের পুতুল’। অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, সেগুলো থেকে এসব কি আলাদা? ভবিষ্যতে কি আরও এমন অভিযোগ যুক্ত হবে?”
উত্তরে আইএসপিআর প্রধান বলেন, “চতুর্থ হিসেবে আপনি আরও একটি পয়েন্ট যোগ করে নিতে পারেন। সেটি হলো— তিনি (ইমরান) একজন মানসিক রোগী।” এরপর তিনি স্মিত হাসি হাসেন এবং কোমালকে চোখ মারে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পাকিস্তানের নেটিজেনরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন। এক নেটিজেন বলেছেন, “এমন খোলাখুলিভাবে ক্যামেরার সামনে ঘটেছে, যা গণতন্ত্রের অবনতি প্রমাণ করে। প্রধানমন্ত্রী এখন একটি পুতুল।” অন্য একজন লিখেছেন, “তিনি (আহমেদ শরিফ চৌধুরী) পেশাদার সেনা কর্মকর্তা নন।” আরেকটি মন্তব্য ছিল, “এটা দেশের প্রকৃত অবস্থা; সেনাবাহিনী কী অপেশাদার, যা এই ভিডিও স্পষ্ট করছে।”
বিষয়টি পাকিস্তানের রাজনৈতিক পরিবেশে নতুন বিতর্কের সূচনা করেছে এবং সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। দেশটির গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার মুখে এই ঘটনা আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে।