মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন

রিপোর্টার / ২৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন বলে ইউরোপীয়রা যে দাবি করেছেন, সেটি ভুল বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, পুতিন ন্যাটোর সদস্য রাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছেন—এমন দাবিও সম্পূর্ণ হাস্যকর। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র।

সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করা পুতিন ২০০৫ সালে বলেছিলেন, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল ২০ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। সোভিয়েতের পতনে কোটি কোটি রুশ নাগরিক দারিদ্র্যের মুখোমুখি হন এবং রাশিয়াও ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল।

তবে রুশ প্রেসিডেন্টের বিরোধীরা বলেছেন, পুতিনের নিয়ন্ত্রণে থাকা রাশিয়া বর্তমানে অযৌক্তিক কর্মকাণ্ড ও নিপীড়নের এমন এক মিশ্রণে নিমজ্জিত; যা সোভিয়েত যুগের লিওনিদ ব্রেজনেভের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনীয়। পশ্চিমা নেতাদের দাবি, ইউক্রেনে জয়ী হতে পারলে পুতিন একসময় ন্যাটোতেও হামলা করবেন। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার বার বলেছেন, তার ন্যাটো আক্রমণের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেছেন, ন্যাটোর প্রচলিত সামরিক শক্তি রাশিয়ার তুলনায় অনেক বেশি; তাই এমন পদক্ষেপ রাশিয়ার জন্য বোকামি হবে।

এর আগে, সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেন, পুতিন ‘‘পুরোনো সোভিয়েত ইউনিয়ন’’ ফিরিয়ে আনতে চান এবং ইউরোপকে রাশিয়ার ‘‘স্পষ্ট অভিপ্রায়’’—যা তার দাবি অনুযায়ী রুশ রাষ্ট্রীয় নথিতে উল্লেখ আছে; ন্যাটো আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে।

মের্জের এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘‘এটা সত্য নয়। ভ্লাদিমির পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না। কারণ সেটি অসম্ভব এবং তিনি নিজেই এটি বহুবার বলেছেন।’’

তিনি বলেন, ‘‘এ বিষয়ে কথা বলা আমাদের অংশীদারদের প্রতি সম্মানজনক নয়। মনে হচ্ছে মের্জ এ বিষয়ে জানেন না।’’ ন্যাটো দেশে আক্রমণের প্রস্তুতি নেওয়ার দাবি প্রসঙ্গে পেসকভ বলেন, এসব একেবারে হাস্যকর।

সূত্র: রয়টার্স।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর