আন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ১০ ডিসেম্বর থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচের কিশোররা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডস প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। ইতিমধ্যেই মেটা এই নির্দেশনা অনুযায়ী অস্ট্রেলিয়ায় ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করেছে।
মেটা জানিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১ লাখ ৫০ হাজার ফেসবুক এবং ৩ লাখ ৫০ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। থ্রেডস প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল হওয়ায় একই নিয়ম সেখানে প্রযোজ্য হবে। মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা এবং বয়স যাচাই প্রক্রিয়া আরও কার্যকর করা তাদের মূল লক্ষ্য।
যেসব কিশোরের অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, তারা নিজেদের পোস্ট, ছবি, ভিডিও এবং বার্তা ডাউনলোড করে রাখতে পারবে। যদি কেউ মনে করে তাকে ভুলভাবে ১৬ বছরের কম হিসেবে শনাক্ত করা হয়েছে, তাহলে ভিডিও সেলফি, ড্রাইভিং লাইসেন্স বা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাইয়ের আবেদন করতে পারবে। মেটা আশা করছে, অ্যাপ স্টোরে বয়স যাচাই বাধ্যতামূলক হলে ব্যবহারকারীদের বারবার বয়স প্রমাণের প্রয়োজন কমবে।
অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলে প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের জরিমানা আরোপ করা হতে পারে। এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে কিশোরদের নিরাপত্তা এবং অনলাইন স্বাস্থ্য রক্ষার গুরুত্বকে সামনে রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সী ব্যবহারকারীদের উপস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টি বৈশ্বিক পর্যায়ে নজরকাড়া উদ্যোগ। অস্ট্রেলিয়ার এই উদ্যোগ অনুরূপ পদক্ষেপ গ্রহণে অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে। মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা নিরাপদ রাখতে তারা সরকারের নির্দেশনা মেনে চলবে।
অনলাইনে বন্ধ করা অ্যাকাউন্টগুলোর কারণে কিশোররা তাদের বন্ধু ও পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগে কিছুটা সীমাবদ্ধ হতে পারে। তবে মেটা বলেছে, অ্যাকাউন্ট বন্ধের পূর্বে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন। এই প্রক্রিয়া কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোম্পানির দায়বদ্ধতা রক্ষা করবে।
মেটার এই পদক্ষেপ প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ায় কার্যকর হলেও, বয়স যাচাই এবং কিশোরদের অনলাইন নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য কার্যকর বয়স যাচাই এবং অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি।
মেটা বলেছে, তারা ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রেখে আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য, অনলাইন পরিবেশটি কিশোরদের জন্য নিরাপদ এবং দায়িত্বশীল করা।