অনলাইন ডেস্ক
চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল এবং অনুভূত হয়েছে সীমান্তবর্তী কিরগিজস্তানের কিছু অংশেও।
সিইএনসি জানায়, স্থানীয় সময় দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তসংলগ্ন আকচি কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪১ দশমিক ১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮ দশমিক ৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। দ্রুত কম্পনের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
জিনজিয়াং প্রদেশের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হলেও বড় মাত্রার ভূমিকম্পে জনজীবন ব্যাহত হওয়া স্বাভাবিক। তবে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত কর্তৃপক্ষ জানায়, আকচি কাউন্টি এবং আশপাশের সব এলাকায় সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে। ভূমিকম্পের পরপরই কোনো ভবন ধসে পড়া কিংবা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য কাউন্টি প্রশাসনের কাছে পৌঁছেনি। স্থানীয় উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে মাঠে কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে, তবে আতঙ্কের কোনো কারণ নেই বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের সময় আকচি কাউন্টির পাশাপাশি সীমান্তের কিছু অংশে কম্পন অনুভূত হওয়ায় কিরগিজস্তানেও সামান্য উদ্বেগ তৈরি হয়। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মানুষ বাড়ির বাইরে বের হয়ে আসে, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
জিনজিয়াং অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এখানে বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র সবসময় সতর্ক অবস্থায় থাকে। ভূমিকম্পের পর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলো অতিরিক্ত কম্পন হওয়ার সম্ভাবনা পর্যবেক্ষণ করছে। ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষকে বড় কোনো স্থাপনার কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও নিশ্চিত করেছে যে ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আকচি কাউন্টির ভৌগোলিক অবস্থান এবং কম জনবসতি থাকার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কম হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন সতর্কতা বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।