আন্তর্জাতিক ডেস্কঃ
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গ্রেপ্তারের বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে, আবাসন আইন লঙ্ঘনের কারণে ১৩ হাজার ১২৮ জন, সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের জন্য ৪ হাজার ৮২৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৮০ জনকে আটক করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের সময় আরও ১ হাজার ৬৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান প্রবাসী ৫৭ শতাংশ, ইয়েমেনি ৪২ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ রয়েছে। বর্তমানে সৌদিতে ৩১ হাজার ৯১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাদের মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৫৩ জন নারী।
গ্রেপ্তারদের মধ্যে ২২ হাজার ৭১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়াও ৫ হাজার ৭৮ জন প্রবাসীকে সৌদি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে ১১ হাজার ৬৭৪ জন প্রবাসীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৩১ জনকে আটক করা হয়েছে। তাছাড়া কর্মবিধি ও আবাসন আইন লঙ্ঘনকারীদের সহায়তায় জড়িত ১৪ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধ প্রবেশে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
মধ্যপ্রাচ্যের মরুভূমি এই দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে লাখ লাখ বিদেশি শ্রমিক রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিত এই ধরনের অভিযান এবং গ্রেপ্তার সংক্রান্ত খবর প্রচার করছে।