আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) তাদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে অভিহিত করেছে।
আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির খবর পেয়ে বান্নু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরপর ব্যাপক গোলাগুলিতে ২২ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, বান্নু এলাকায় আরও কোনো সন্ত্রাসী থাকলে তাদের খুঁজে বের করতে ‘পরিচ্ছন্ন অভিযান’ চালানো হচ্ছে।
পাকিস্তানি সেনাদের এই অভিযানের প্রেক্ষিতে আফগানিস্তান নতুন করে বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে আফগান তালেবান সরকার জানিয়েছে। যদিও পাকিস্তান এই হামলার কথা অস্বীকার করেছে।
এর আগে গত অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ থামাতে কাতার ও তুরস্ক মধ্যস্থতা করলেও উত্তেজনা অব্যাহত থাকে। সম্প্রতি, পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর ইসলামাবাদ রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায়।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তান পাকিস্তানের সামরিক হামলার প্রতিক্রিয়ায় সঠিক পদক্ষেপ নেবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সামরিক অভিযান ও প্রতিরক্ষা ব্যবস্থা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি উত্তেজনা সৃষ্টি করতে পারে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সীমান্তে স্থিতিশীলতা রক্ষা করাই এখন দুই দেশের জন্য প্রধান চ্যালেঞ্জ।
আইএসপিআর এবং আফগান তালেবান উভয় পক্ষই অভিযোগ-প্রত্যাহারের মধ্য দিয়ে একে অপরের কর্মকাণ্ডকে সমর্থন বা নিন্দা জানাচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অভিযান চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার অংশ।
পেশোয়ার ও বান্নু অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রাখবে। সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সীমান্ত এলাকা আরও উত্তপ্ত হতে পারে এবং বেসামরিক লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।