আন্তর্জাতিক ডেস্কঃ
রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা বাড়ার ফলে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহৎ শহরের তালিকার শীর্ষে চলে আসতে পারে।
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা বর্তমানে ৩৩-এ পৌঁছেছে। ১৯৭৫ সালে এ সংখ্যা ছিল মাত্র আটটি। যেসব শহরে ১ কোটির বেশি মানুষ বসবাস করে, সেগুলোকে মেগাসিটি বলা হয়। ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত। শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টি এশিয়ায়।
এশিয়ার মেগাসিটিগুলোর মধ্যে ভারতের নয়াদিল্লিতে বসবাস করেন ৩ কোটি ২ লাখ মানুষ, চীনের সাংহাইয়ে ২ কোটি ৯৬ লাখ, গুয়াংজুতে ২ কোটি ৭৬ লাখ, ফিলিপাইনের মানিলায় ২ কোটি ৪৭ লাখ, ভারতের কলকাতায় ২ কোটি ২৫ লাখ এবং দক্ষিণ কোরিয়ার সিউলে ২ কোটি ২৫ লাখ মানুষ। এশিয়ার বাইরে শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে রয়েছে, যেখানে বসবাসকারীর সংখ্যা ৩ কোটি ২০ লাখ। আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ), আর সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ঢাকার জনসংখ্যা বর্তমানে ৩ কোটি ৬৬ লাখ। এটি জাকার্তার (৪ কোটি ১৯ লাখ) পরে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এর আগে বিশ্বের বৃহৎ শহর হিসেবে টোকিও (৩ কোটি ৩৪ লাখ) শীর্ষে ছিল, যা এখন তৃতীয় স্থানে নেমে গেছে।
ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে আগমন করছেন। তাদের মধ্যে অনেকে কাজ বা সুযোগের সন্ধানে ঢাকায় আসছেন, আবার অনেকে বন্যা, সমুদ্রস্তর বৃদ্ধি ও প্রাকৃতিক ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন।
ঢাকা শহরের দ্রুত বৃদ্ধি নগর পরিকল্পনা, আবাঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরসন, পরিবহন ও নাগরিক সুবিধার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। সড়কযাতায়াত, পানীয় জল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা যদি এমন হারে বৃদ্ধি পায়, তবে ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বের বৃহৎ শহরের তালিকার শীর্ষে উঠে আসতে পারে। নগর পরিকল্পনা, পরিবহন নেটওয়ার্ক, সামাজিক সেবা ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়বে।
ঢাকা শহরের এমন বৃদ্ধি শুধু জনসংখ্যা নয়, দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক গুরুত্বকেও বৃদ্ধি দিচ্ছে। নগরায়ণ পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা ও প্রযুক্তি ব্যবহার অপরিহার্য হয়ে উঠছে।