আন্তর্জাতিক ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দুপুরে আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শকদের সামনে প্রদর্শনী কসরত করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার মুহূর্তটি আবু বকর নামের এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে একটি ‘নেগেটিভ জি’ টার্ন করেছিল, যা একটি ঝুঁকিপূর্ণ রণকৌশল। এরপর পাইলট বিমানটিকে মাঝ আকাশে ঘোরানোর চেষ্টা করেন, তবে বিমানটি খুব নিচুতে উড়ছিল। সেই সময় করা রোল ঝটকা বা দ্রুতগতিতে না হওয়ায় বিমানটি সঠিক পথে ফিরে আসতে পারেনি এবং মাটিতে পড়ে যায়।
বিমান বিধ্বস্ত হওয়ার সময় তেজস বিমানটির নিচে নামার গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। বিমান মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পাইলট সময়মতো বিমানের থেকে বের হতে না পারায় তিনি হতাহত হন।
তেজস যুদ্ধবিমানটি ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড তৈরি করেছে। এর আগে এই বিমানটি মাত্র একবার বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।