আন্তর্জাতিক ডেস্কঃ
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে এসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) বৈঠকের পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকরা জামাল খাসোগির হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প ক্ষিপ্ত হন। ২০১৮ সালে ওয়াশিংটনে প্রকাশিত ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগি তুরস্কের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যা হন। হত্যার পর তার মরদেহের বেশিরভাগ অংশ গলিয়ে ফেলা হয়। অভিযোগ রয়েছে, এই হত্যাকাণ্ড ঘটানোর নির্দেশ দেন যুবরাজ সালমান নিজেই।
তবে ট্রাম্প বলেন, যুবরাজ সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানেন না এবং জামালকে ‘অত্যন্ত বিতর্কিত’ হিসেবে অভিহিত করেন। তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, “আপনি আমাদের অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করেছেন। এসব প্রশ্নের কোনো দরকার নেই।”
ট্রাম্পের মন্তব্য তার দেশের গোয়েন্দা তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০২১ সালে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন, যুবরাজ সালমানই জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন।
এই সফরে যুবরাজ সালমান যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।