অনলাইন ডেস্ক
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছে এক ব্যক্তি, যা পরবর্তীতে তার গ্রেপ্তারের কারণ হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্ট সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন এই ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, ওই ব্যক্তি প্রেসিডেন্টের কাছে এসে তার কাঁধে হাত রাখে এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তা সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে মনে হয়।
ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত ছিলেন এবং সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় চালিয়ে যান। তিনি ওই ব্যক্তির সঙ্গে ছবি তোলার জন্য রাজি হন এবং বিদায় নেওয়ার সময় তার পিঠে হাত রাখেন। তবে নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মেক্সিকোর নারীবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হারনান্দেজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্টের ওপর এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। তিনি বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাধীনতায় অনধিকার প্রবেশের পথ প্রশস্ত করে, যা উদ্বেগজনক বিষয়।
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের প্রায় ৭০ শতাংশ অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।
এই ঘটনার মাধ্যমে মেক্সিকোর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর প্রতি সম্মান ও সুরক্ষার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
সূত্র: এএফপি।