অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের মেয়র নির্বাচনে জে ডি ভ্যান্সের সৎভাই কোরি বওম্যান নির্বাচনে পরাজিত হয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী আফতাব কার্মা সিং পুরেওয়ালের কাছে তিনি হেরে গেছেন। বার্তাসংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
সিনসিনাটিতে মঙ্গলবার অনুষ্ঠিত মেয়র নির্বাচনে বওম্যান বিজয়ী হতে পারেননি। কোরি বওম্যান একজন ব্যবসায়ী এবং স্থানীয় একটি ক্যাফে পরিচালনা করেন। তিনি ও তার স্ত্রী জর্ডান সিনসিনাটিতে একটি গির্জা প্রতিষ্ঠা করেছেন, যেখানে কোরি সহকারী প্যাস্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
জে ডি ভ্যান্স ও কোরি বওম্যানের বাবা একজন এবং তাদের মা ভিন্ন। জে ডি ভ্যান্স ছোট বয়সে তার বাবা-মায়ের বিচ্ছেদের পর মূলত মায়ের কাছে বেড়ে উঠেছেন। ২০২৩ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’-তে ভ্যান্স লিখেছেন, তিনি তার সৎ ভাই-বোনদের সম্পর্কে ১৩ বছর বয়স পর্যন্ত অবগত ছিলেন না। ১৩ বছর বয়সে কোরির সঙ্গে পরিচয় হয় তার।
২০২৪ সালের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় তিনি জে ডি ভ্যান্সকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন। নির্বাচনের আগে ও পরেও কোরি বওম্যান জে ডি ভ্যান্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তবে নির্বাচনী প্রচারণায় জে ডি ভ্যান্স সরাসরি অর্থ বা প্রচারণায় সহযোগিতা করেননি। ভোটের একদিন আগে কোরি বওম্যানকে সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেন।
কোরি বওম্যান বলেছেন, “জেডি আমার ভাই, তিনি আমার রাজনৈতিক উপদেষ্টা নন। আমাদের সম্পর্ক ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ক। নির্বাচনের সময় তিনি আমার প্রচারণার খোঁজখবর নিয়েছিলেন, যা আমার কাছে যথেষ্ট ছিল।”
জে ডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত এবং তাদের তিন সন্তান। কোরি বওম্যান ও তার স্ত্রী চার সন্তানের জনক।
সূত্র : এএফপি