আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, যদি মামদানি নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি শহরটির ফেডারেল তহবিল কমিয়ে দেবেন। ট্রাম্পের এই মন্তব্য ভোটের এক দিন আগে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ লাখেরও বেশি ভোটার তাদের ভোট প্রদান করবেন। নির্বাচনে মামদানির তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারকে এগিয়ে আছেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, “যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন, তবে আমি আইন অনুযায়ী কেবল ন্যূনতম ফেডারেল তহবিল দেব। কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সফলতা বা টিকে থাকার কোনো সম্ভাবনা থাকবে না।”
মামদানিকে ট্রাম্প “কমিউনিস্ট” আখ্যা দিয়েছেন, যদিও তিনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন এবং এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। মামদানি নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান। তিনি দীর্ঘদিন ধরে বাসস্থান সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণ কর্মসূচির পক্ষে কাজ করছেন।
মামদানির প্রস্তাবিত নীতিমালার মধ্যে রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো, স্থিতিশীল ভাড়াবৃদ্ধি স্থগিত রাখা এবং সরকারিভাবে ভর্তুকি দেওয়া আবাসন বাড়ানো। এসব নীতিমালা নিউইয়র্কের ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
এদিকে, ইসরায়েলের গাজায় আগ্রাসন নিয়ে মামদানির সরব অবস্থান ও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ডেমোক্র্যাট দলকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয়তা এনে দিলেও রিপাবলিকানদের তীব্র আক্রমণের সুযোগ তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
গত জুনে প্রাইমারিতে জয়ী হওয়ার পর থেকে মামদানির প্রার্থিতা মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তার সমর্থনে বক্তব্য দিয়েছেন। এছাড়া ছোট দাতাদের কাছ থেকে নিয়মিত আর্থিক সহায়তাও পাচ্ছেন মামদানি।
সাম্প্রতিক একটি নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিলের প্রচারে অংশ নিয়ে মামদানির সমর্থনে কথা বলেছেন। মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানান, “ওবামার সমর্থনের জন্য মামদানি কৃতজ্ঞ। তারা একসঙ্গে নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।”
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ফলাফল আসন্ন, যেখানে জনগণ নতুন নেতৃত্বের জন্য অপেক্ষায় রয়েছে। ট্রাম্পের হুমকি ও বিতর্কিত মন্তব্য নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করেছে।