আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা করার কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই তার। তবে তিনি আরও একবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চান।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটন থেকে টোকিওর উদ্দেশে রওনা হন ট্রাম্প। কয়েক জন সাংবাদিক তার সঙ্গে এই সফরে আছেন। বিমানে ভ্রমণের সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আগামী ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রার্থী হবেন কি না। ওই সাংবাদিক ফের তাকে প্রশ্ন করেন, সেক্ষেত্রে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার কথা ভাবছেন কি না। এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমি ভালোবসার সঙ্গে এটা (প্রার্থিতা) করতে চাইব। কারণ আমার কাছে সর্বকালের সেরা ফলাফল আছে।”
আরেক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, “তাহলে তৃতীবার প্রার্থিতা করার সম্ভাবনা আপনি বাতিল করছেন না?”, তার উত্তরে ট্রাম্প দেন পাল্টা প্রশ্নের মাধ্যমে। তিনি বলেন, “আমি কি কখনও তা বাতিল করেছি? আপনি বলুন, কবে বাতিল করেছি?”
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে, কোনো নাগরিক দেশটির প্রেসিডেন্টের পদে দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। তাই কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি দুই মেয়াদ সম্পন্ন করেন— তৃতীয় মেয়াদে প্রার্থিতাও করতে পারেন না তিনি।
রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ২০১৬ সালে। তারপর ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। তারপর অবশ্য ২০২৪ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে ফের প্রেসিডেন্ট হন ট্রাম্প।
ট্রাম্পের ২য় মেয়াদের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে এবং ওই বছরই হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। যেহেতু এখন তার দ্বিতীয় মেয়াদ চলছে, তাই সাংবিধানিকভাবে ২০২৮ সালের নির্বাচনে প্রার্থিতা করার সুযোগ নেই ট্রাম্পের।
তবে ২০২৪ সালের নির্বাচনে জয় ও প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা করার জন্য আগ্রহী। এমনকি ট্রাম্পের প্রচার-প্রচারণা টিম সম্প্রতি সমর্থকদের মধ্যে ‘ট্রাম্প ২০২৮’ নামের টুপিও বিতরণ করেছে।
এয়ারফোর্স ওয়ানের ফ্লাইটে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী পরিবর্তন বা বাতিলের জন্য ট্রাম্প আদালতের দ্বারস্থ হবেন কি না।
জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমি সত্যিই এখনও এ ব্যাপারে ভাবিনি। তবে আমার প্রশাসনের দুই কর্মকর্তা জে ডি ভ্যান্স এবং মার্কো রুবিও— এক কথায় অসাধারণ। (২০২৮ সালের নির্বাচনে) তারা যদি প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট পদের জন্য জুটি বাঁধে, তাহলে তাদের থামানো অসম্ভব হবে। আমি এমনটা বিশ্বাস করি।”
এদিকে ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক এবং তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকোনোমিস্টকে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প হচ্ছেন ঈশ্বরের দূত। আগামী ২০২৮ সালের নির্বাচনে অবশ্যই তিনি প্রার্থী হবেন। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। যথাসময়ে তা আপনারা জানতে পারবেন।” সূত্র : রয়টার্স
এশিয়ানপোস্ট / এফআরজে