অনলাইন ডেস্কঃ
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি দেশটির রাজধানী বেইজিংয়ে চার দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে। বৈঠকে পরবর্তী পাঁচ বছরের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এছাড়া পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ নিয়োগ ও দায়িত্ব বণ্টন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বৈঠকের উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর পক্ষে কার্যপ্রতিবেদন উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং। তিনি ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত মেয়াদী ১৫তম পঞ্চবার্ষিক জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রস্তাবনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
চার দিনব্যাপী বৈঠক চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এতে সরকার ও পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও দায়িত্ব বণ্টন বিষয়েও আলোচনা হবে। বৈঠকে প্রধানভাবে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প, কৃষি, প্রযুক্তি ও সামাজিক সেবার উন্নয়নসহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের বিষয়গুলো আলোচিত হবে।
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি মূলত ২০৫ জন শীর্ষ কর্মকর্তা ও ১৬৭ জন বিকল্প সদস্য নিয়ে গঠিত। এটি পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা। এই সংস্থার দায়িত্বের মধ্যে রাজনৈতিক ব্যুরো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সদস্য মনোনয়ন ও নির্বাচন করাও অন্তর্ভুক্ত।
শি জিনপিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ৪.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও চলতি বছরের জন্য বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য প্রায় ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন এবং বৈশ্বিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনায় অন্তর্ভুক্ত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে চীন অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।