অনলাইন ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে তার বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, পরবর্তীতে আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে জানিয়েছেন, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার “সৌহার্দ্যপূর্ণ” বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন, তবে ডনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে ছাড়ার কোনো পরামর্শ তিনি দেননি।
ট্রাম্প বলেন, “না, আমরা সেটা নিয়ে কথা বলিনি। তাদের উচিত যুদ্ধরেখার যেখানে তারা এখন অবস্থান করছে, সেখানেই থেমে যাওয়া। পরে যদি প্রয়োজন হয়, আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করা যাবে।” তিনি আরও জানান, ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ ইতোমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমান সময়েই যুদ্ধ থামানোই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
ডনবাস অঞ্চলে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল অন্তর্ভুক্ত, যা ২০১৪ সাল থেকে সংঘাতের কেন্দ্রবিন্দু। সেই সময় রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ক্রিমিয়া দখলের পর নিজেদের স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে “বিশেষ সামরিক অভিযান” শুরু করার পর থেকে এই এলাকার বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এ ধরনের বক্তব্য যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক চাপকে শক্তিশালী করতে পারে। অন্যদিকে ইউক্রেনের পক্ষে বর্তমান অবস্থান মেনে নেওয়া কোনো রাজনৈতিক বা সামরিক সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
ট্রাম্পের এ আহ্বান যুদ্ধবিরতি আনার পাশাপাশি ইউক্রেনের ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি নির্ধারণের উদ্দেশ্য বহন করে। বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যা সংঘাত কমিয়ে আনতে এবং স্থানীয় জনগণের জন্য স্থায়ী শান্তি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
এশিয়ানপোস্ট / আরজে