আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেখানে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর কাজ এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
কাৎজের মতে, ইসরায়েলি বাহিনীর অবশিষ্ট সেই কাজটি হলো গাজায় উপত্যকায় হামাসের তৈরি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় আটক অবশিষ্ট সব জিম্মির মুক্তি এবং যুক্তরাষ্ট্রের নির্দেশনায় সেখানে নতুন বেসমারিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কাজ শুরু হবে।
“আইডিএফের জিম্মিদের মুক্তিপর্ব শেষ হওয়ার পর গাজার সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে আইডিএফ। যুক্তরাষ্ট্রের নির্দেশনায় যে নতুন বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করবে গাজায়, সেই সরকারের অধীনেই এই কাজ শুরু হবে। এটি হবে গাজাকে অসমারিকীকরণ এবং হামাসকে অস্ত্রমুক্ত করার প্রাথমিক ধাপ”, এক্সপোস্টে বলেন কাৎজ।
২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার শাসনভার গ্রহণ করে হামাস। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো নির্বাচন হয়নি গাজা উপত্যকায়।
গাজার শাসনভার গ্রহণের পর পেুরো উপত্যকাজুড়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে হামাস। এই সুড়ঙ্গ নেটওয়ার্ক ছিল হামাসের অভেদ্য দুর্গ। হামাসের অস্ত্র, গোলাবারুদ, রসদ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র ছিল এই সুড়ঙ্গ নেটওয়ার্ক। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর সেখান থেকে ধরে আনা ২৫১ জন জিম্মিকে এই সুড়ঙ্গ নেটওয়ার্কেই রাখা হয়েছিল।
গাজায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে কতগুলো সুড়ঙ্গ আছে এবং সুড়ঙ্গগুলোর প্রবেশ ও নির্গমন পথগুলো সম্পর্কিত তথ্য গোপন রাখা হয়েছে। হামাসের শীর্ষ পর্যায়ের হাতে গোনা কয়েক জন নেতা ব্যতীত এসব তথ্য আর কেউ জানে না। সূত্র : আনাদোলু এজেন্সি
এশিয়ানপোস্ট / এফআরজে