আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় শুক্রবার একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ জন প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে ৭ পুলিশ সদস্য রয়েছেন।
টিটিপির এক সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি। অপরদিকে বাজাপুর বিভাগে আলাদা এক হামলায় তিন বেসামরিকসহ আরও পাঁচজন নিহত হন। শনিবার টিটিপি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে এসব হামলার দায় স্বীকার করে।
আফগান তালেবান ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। বৃহস্পতিবার রাতে টিটিপির এক নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। তার পরদিনই খাইবার পাখতুনখাওয়ায় এই ভয়াবহ হামলা হয়। গত এক সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানের ৩২ সেনা ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গণির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। যুক্তরাষ্ট্রও তখন তড়িঘড়ি করে দেশ ছাড়ে। এরপর থেকেই আফগান-পাকিস্তান সীমান্তে টিটিপির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদের দাবি, আফগান তালেবান সরকার টিটিপিকে মদদ দিচ্ছে; যদিও তালেবান তা অস্বীকার করছে।
সূত্র: এএফপি
এশিয়ানপোস্ট / এফআরজে