কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবী স্বর্রণে নিউইয়র্কের কুইন্স প্যালেসে সংগীত শিল্পী ফাহমিদা নবীর একক সন্ধ্যা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠক সুমনার আয়োজনে বিপুল সংখ্যক শ্রোতাদের উপস্থিতিতে জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী র একক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শারমিনা সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপাবলিকান নেতা ও বাংলাদেশী আমেরিকান রিপাবকাবলিকান এলায়েন্স ইউ এস এ এর সভাপতি নাসির খান পল , নিউইর্য়ক ষ্টেট কুইন্সের ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, মোশারফ হোসেন মিয়া, ডক্টর আকাশ ফেরদৌস, ইসতিয়াক রুমি, ইভেন্ট ইউ এস এর কর্ণধার এনাম চৌধুরী , আরিফ খান, গৌরাঙ্গ রায়, মিজান বাশার, প্রমুখ । বক্তব্য শেষে সংগীতশিল্পী চন্দ্রা রায় , শামীম সিদ্দিকী, কাজল,গান পরিবেশন করেন। সংগীত শিল্পী ফাহমিদা নবী মঞ্চে যখন প্রবেশ করেন উপস্থিত দর্শকরা মুহ মুহ কনতালি দিয়ে শিল্পী ফাহমিদা নবী কে সম্ভাষণ জানান। গানের শুরুতে শিল্পী তার বাবা প্রয়াত মাহমুদুন নবীর কিছু স্মৃতি চারন করেন। এরপর তিনি মাহমুদুন নবীর কিছু জনপ্রিয় গান পরিবেশন শুরু করেন। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি , আয়নাতে ঐমুখ দেখবে যখন কপালের কালো টিপ পড়বে যখন পরিবেশন করবেন তখন নিউইয়র্কের এর্টনী মঈণ চৌধুরী মঞ্চে শিল্পী র দ্বৈত কন্ঠ মিলান ডা উপস্থিত দর্শকরা দারুণ ভাবে উপভোগ করেন। ফাহমিদা নবীর একক সন্ধ্যা বিপুল সংখ্যক শ্রোতাদের উপস্থিতিতে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে অনুষ্ঠানের আয়োজক সুমনা উপস্থিত সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
