 
						আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়তনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন, সেটিকে ‘একঘেঁয়ে’, ‘ঘ্যানঘ্যানানি’ এবং ‘সস্তা চটকদার’ বলে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এই ভূখণ্ডটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। শুক্রবার জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইয়াইর লাপিদ বলেন, “আজ বিশ্ব ইসরায়েলের প্রধানমন্ত্রীর ক্লান্ত, একঘেঁয়ে, এবং সস্তা চটকে পরিপূর্ণ বক্তব্য দেখল। এক কথায়— পুরো সময় তিনি ঘ্যানঘ্যান করেছেন।”
“গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং এই যুদ্ধ বন্ধ করতে কোনো পরিকল্পনা তিনি কিংবা তার মন্ত্রিসভা নিয়েছে কি না— সে সম্পর্কে কিছুই বলেননি নেতানিয়াহু। এই যুদ্ধকে ঘিরে এমনিতেই ইসরায়েলের ওপর দিয়ে কূটনৈতিক সুনামি বয়ে চলেছে, জাতিসংঘে সেই সুনামিকে আরও উসকে দিয়েছেন তিনি। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, দুই বছর অতিক্রান্ত হওয়ার পরও কেন এখনও হামাসকে নির্মূল করা গেলো না?”
গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি অবশ্য তিনি ভাষণ দিতে ওঠার পর অবশ্য সাধারণ পরিষদ মিলনায়তনে উপস্থিত রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের অধিকাংশই মিলনায়তন থেকে বেরিয়ে গিয়েছিলেন।
নিজ বক্তব্যে নেতানিয়াহু অভিযোগ করেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলছে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকে ইসরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গেও তুলনা করেন তিনি।
ফাঁকা মিলনায়তনে উত্তেজিত কণ্ঠে নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে— তা আমরা কখনও মেনে নেবো না।”
ইউরোপীয় নেতাদের কটাক্ষ করে নেতানিয়াহু আরও বলেন, “নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই। তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনারা হামাসকে পুরস্কৃত করছেন, আর ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছেন; কিন্তু আমরা এটা কখনও মানব না।”
ইসরায়েলের অন্যতম বিরোদী দল ইসরায়েল বেইতেইনু পার্টির প্রধান অ্যাবিগডর লেইবেরম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, “জাতিসংঘে যে ভাষণ নেতানিয়াহু দিয়েছেন, তা আসলে তার দল লিকুদ পার্টির সভাপতির বক্তব্য; ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য নয়।” সূত্র : আনাদোলু এজেন্সি
এশিয়ানপোস্ট / আরজে
 
                                             
                                             
                                             
                                            