আন্তর্জাতিক ডেস্ক
ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানিকে মঙ্গলবার (২৫ জুন) সাধারণ মানুষের সঙ্গে হাসতে ও কথা বলতে দেখা গেছে।সদখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইসরায়েলের হামলায় জেনারেল ঈসমাইল কানি নিহত হয়েছেন। কিন্তু এখন দেখা গেছে তিনি জীবিত আছেন এবং মঙ্গলবার ইরানে সরকারপন্থি সমাবেশে যোগ দেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিউইয়র্ক টাইমস জেনারেল ঈসমাইল কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো দাবি করেনি।
বিপ্লবী গার্ডের কুর্দস ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে। হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের তারা সহায়তা করে থাকে।
এরআগেও একবার ঈসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল। ওই সময় বলা হয়েছিল, কুর্দস ফোর্সের প্রধানও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন।
এশিয়ান পোস্ট/আরজে