আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করেছেন আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই।
শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, “ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটির দু’টি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। দুই ইউনিটই ধ্বংস করা হয়েছে।”“ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত স্থাপনাগুলোতে আমাদের হামলা অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েক জন সেনা কমান্ডার আছেন। সূত্র : আলজাজিরা