আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনে নতুন করে বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (১০ জুন) রাতে ইউক্রেনজুড়ে ৩১৫টি ড্রোন ও সাতটি মিসাইল ছুড়ে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার গতকাল রাতের হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। তিন শতাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করতে কিয়েভে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ওই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় ধোঁয়া দেখা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, এসব হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন ভবন ও গুদামে অগুন ধরে যায়।
রাজধানীর পাশপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভেও হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। এসবের মধ্যেই গত সপ্তাহে রাশিয়ার চারটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। এতে দেশটির ৪০টিরও বেশি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার জবাব দিতেই রাশিয়া ইউক্রেনজুড়ে বিশাল হামলা চালাচ্ছে।
রাশিয়া একদিকে ইউক্রেনে হামলা চালাচ্ছে। অপরদিকে দেশটির সঙ্গে বন্দি বিনিময় করছে। গতকালও অসুস্থ ও ২৫ বছরের কম বয়সী ইউক্রেনীয় কিছু বন্দিকে মুক্তি দেয় তারা। সূত্র: আলজাজিরা
এশিয়ান পোস্ট/আরজে