এশিয়ান পোস্ট ডেস্কঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। গত ১ জুন দূতাবাসের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে আগত বিসিএস প্রশিক্ষণার্থী একটি দল এই ব্যতিক্রম অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে বিভিন্ন কমিউনিটি নেতা, মুক্তিযোদ্ধা, প্রকৌশলী, সাংবাদিকসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কারণে বাংলা সাহিত্যে আজ পূর্ণতা পেয়েছে।
তিনি আরও বলেন, তাদের লেখা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ব বিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা কারিকুলামে শিক্ষার্থীদের খোরাক জুগিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সাম্যের গান, বিদ্রোহী কবিতা ও রবীন্দ্রনাথের রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটা সুন্দরভাবে উপলব্ধি করেন।
বিশ্বব্যাপী সমাদৃত তারা দুইজন দেশ-বিদেশে বাংলা ভাষা-ভাষী মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। ৪৩তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণার্থী আবীর হোসেন ও নাঈম এহতেশামের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির আলোচনা করেন করেন সার্ভিস অ্যাকাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- দূতাবাসের মিশন উপপ্রধান শাহানাজ আক্তার রানু, কাউন্সেলর (পাসপোর্ট) সাইফুল ইসলাম, কাউন্সেলর (শ্রম) লুৎফুন্নাহার নাজীম, লেবার কাউন্সিল মোহাম্মদ উল্লাহ, সচিব তৌহিদ ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা কবিদ্বয়ের শৈশব স্মৃতি ও জীবন কর্মের বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাংলা সাহিত্যে তাদের ভূমিকা আলোকপাত করেন।
এশিয়ান পোস্ট/আরজে