বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মিশিগানে ফেসবুক ফটো কনটেস্ট প্রতিযোগিতা

রাজু / ৫১ বার
আপডেটের সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে।।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের জনপ্রিয় ফেসবুক গ্রুপের আয়োজনে ‘সেরা ফটো কনটেস্ট প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মিশিগান কমিউনিটির আয়োজনে গত রবিবার রাজ্যের ওয়ারেন সিটির একটি বিলাসবহুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে লাইক, কমেন্ট ও ভিউয়ের ভিত্তিতে ২০০ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৫ জনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— মো. সজিবুর রহমান, আরফাত চৌধুরী, শাহাব উদ্দিন, মো. অলি হোসেন ও ফাহিম আহমেদ। তাদের হাতে ডলারসহ গিফট কার্ড, আইপ্যাড ও আইফোন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন এডমিন প্যানেলের শাহরিয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন মিশিগানের বিশিষ্ট রিয়েলটর ও ব্যবসায়ী মাসুম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন— বাংলা প্রেসক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সুহেল, লোন অফিসার তোফায়েল আহমেদ এবং অ্যাডাল্ট হোম কেয়ারের আবদুল বাছিত। গ্রুপের অ্যাডমিন প্যানেলের আহমেদ, মাহবুব রব্বানি, ইমতিয়াজ হোসাইন, তানভীর চৌধুরী, ফাহাদ আজিজসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আয়োজকরা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির যুগে এমন আয়োজন প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের ফেসবুক দর্শকের চোখে বিশ্বমানের ছবি পোস্ট ও কনটেন্ট তৈরিতে উৎসাহ দেবে। পাশাপাশি এটি ডলার ইনকামের নতুন পথও উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, পৃথিবীর অন্যান্য দেশে প্রবাসী বাংলাদেশিরাও এমন আয়োজন করলে এই উদ্যোগের শুরুটাই হবে সার্থক।

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর