বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মিশিগানে ৫ এবং ৬ জুলাই মোটর সিটি কেরাম এসোসিয়েশন টুর্নামেন্ট ফাইনাল খেলা

রাজু / ১৪ বার
আপডেটের সময় : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।

আবহমান বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতির ঐতিহ্য জনপ্রিয় কেরাম খেলা আজকাল চৌখে কম-ই পড়ে। যেন এটি এক রকম বিলুপ্তি’র পথে।তবে এ খেলা দেশ-বিদেশের মাটিতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে নেয়া হয়েছে নতুন এক উদ্দোগ। মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী যুবকরা মূলত এমন উদ্দোগ নেয়ায় বেশ উৎফুল্ল প্রবাসীরা।

মিশিগানে থাকা কেরাম প্রীতি সাবেক খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৫ এবং ৬ জুলাই মিশিগানে অনুষ্ঠিত হবে মটর সিটি কেরাম টুর্নামেন্ট এসোসিয়েশন কতৃক ফাইনাল টুর্নামেন্ট-২০২৫।

এদিকে এমন আয়োজন সফল করতে গত শনিবার (১৭ মে-২০২৫) রাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক মত-বিনিময় সভা ও প্রীতি কেরাম ম্যাচ। ওই টুর্নামেন্টের ব্যানারে আয়োজিত সভায় ৫ এবং ৬ জুলাই অনুষ্ঠিতব্য উক্ত টূর্ণামেন্ট সফল করা নিয়ে বিশদ আলোচনা হয়।

এতে অংশ নেন আমন্ত্রিত অতিথিগণ। এসময় এসোসিয়েশনের সভাপতি সুহেল আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং ইকবাল হোসেন ঘোষণা দেন, বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে থাকা প্রবাসী ও বাংলাদেশের যুব সম্প্রদায় সহ বিভিন্ন বয়সী মানুষকে কেরাম খেলায় আকৃষ্ট করতে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা সফলে বড় সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।দু’দিন ব্যাপী এ ফাইনাল খেলায় মিশিগান শুধু নয়,যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি রাজ্য থেকেও একাধিক টীম অংশ নিতে পারে। এমনকি কানাডা থেকেও টীম আসতে পারে।

এসোসিয়েশন কর্মকর্তারা আরো জানান, খেলায় বিজয়ী ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে নগদ কয়েক হাজার ডলার সহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হবে। এ সভায় কাউন্সিলম্যান, ব্যবসায়ীরা আসছে ফাইনাল খেলায় স্পন্সর সহ নগদ ডলার প্রদানের ঘোষণা দেন। সমাবেশ শেষে প্রীতি কেরাম ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে হীমেল প্রচন্ড ঠান্ডার মাঝে টাটকা গরম গরুর মাংস ভোনা ও ডাল দিয়ে ভুড়ি ভোজে অংশ নেন সভায় উপস্থিত সকল।

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর