এশিয়ান পোস্ট ডেস্কঃ
সংঘাত সমাধানে নিজের অবস্থান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন তিনি। শান্তির পথে হাঁটার সবচেয়ে কার্যকর উপায় বেছে নেওয়া দরকার। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিএনএন জানায়, দুই প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা ধরে কথা বলেছেন বলে জানিয়েছেন অ্যামেরিকার একজন কর্মকর্তা।
তিনি জানান, আলাপের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবেন ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা ও অর্থবহ’ আলোচনা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, আলোচনার সময় যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থানের কথা জানান পুতিন। ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা শুরুতে অ্যামেরিকার সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।
সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরকালে পুতিন জানান, বিরোধের অবসান ও যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট। সংঘাত সমাধানে নিজের অবস্থান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন তিনি। শান্তির পথে হাঁটার সবচেয়ে কার্যকর উপায় বেছে নেওয়া দরকার।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপের এক দিন আগে রুমে জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এশিয়ান পোস্ট/আরজে