আন্তর্জাতিক ডেস্কঃ
জাপানে ভয়াবহ তুষারপাতের মধ্যে এক্সপ্রেসওয়েতে সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। শুক্রবার গভীর রাতে দেশটির গুনমা প্রিফেকচারের কান-এৎসু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। রোববার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, বছরশেষের ছুটির মৌসুম শুরু হওয়ায় ওই সময় এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল তুলনামূলক বেশি। এর মধ্যেই শুরু হয় ভারী তুষারপাত। তুষারে ঢাকা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এরপর ওই সংঘর্ষকে কেন্দ্র করে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশের তথ্যমতে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মিনাকামি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। কান-এৎসু এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর পেছন থেকে আসা গাড়িগুলো ব্রেক করতে না পেরে একটির সঙ্গে আরেকটি ধাক্কা খেতে থাকে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় টোকিওর বাসিন্দা ৭৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত ২৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের একটি বড় অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তুষারে ঢাকা সড়কে দৃশ্যমানতা কম থাকায় চালকেরা সময়মতো ব্রেক করতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ৫০টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলের একেবারে শেষ অংশে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এক ডজনের বেশি যানবাহনে। এর মধ্যে কয়েকটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পুলিশ জানিয়েছে, আগুনে কেউ আহত হয়নি। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ, দমকল বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো।
এর আগে শুক্রবার গভীর রাতে জাপানের আবহাওয়া বিভাগ ভারী তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করেছিল। প্রতিবছর এই সময় দেশটিতে নববর্ষের ছুটি শুরু হয় এবং মানুষজন ব্যাপকভাবে ভ্রমণে বের হন। তুষারপাতের কারণে সড়কে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ ও সড়ক পরিষ্কার করতে এক্সপ্রেসওয়ের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ তুষারপাতের মধ্যে যাতায়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।