অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মদের দোকানে সম্প্রতি ঘটেছে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা। দোকানটিতে প্রবেশ করে একটি বন্য র্যাকুন মদের বোতল ভেঙে সেখানকার ছড়িয়ে থাকা মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে। পরে প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। পুরো ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ খবর প্রকাশ করে জানায়, গত শনিবার সকালে দোকানের কর্মীরা প্রতিদিনের মতো কাজে এসে ভাঙা বোতল দেখে হতবাক হয়ে যান। দোকানের ভেতরে একাধিক মদের বোতল ভাঙা এবং ফ্লোরে মদ ছড়িয়ে থাকতে দেখে প্রথমে তারা ভাবেন কেউ হয়তো রাতে দোকানে ঢুকে ভাঙচুর করেছে। পরে তারা দোকানের ওয়াশরুমে গিয়ে চমকে ওঠেন—সেখানে একটি র্যাকুন অচেতন অবস্থায় পড়ে আছে।
প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানান, র্যাকুনটি সম্ভবত দোকানের ছাদের কোনো নরম অংশ দিয়ে প্রথমে ভেতরে পড়ে যায়। সেই ধাক্কায় একটি বা একাধিক বোতল ভেঙে যায়। এরপর প্রাণীটি ফ্লোরে ছড়িয়ে থাকা মদের প্রতি আকৃষ্ট হয় এবং মাটি থেকে মদ পান করতে শুরু করে। র্যাকুনটি ঠিক কতটা মদ পান করেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, কারণ দোকানের সিসি ক্যামেরায় দৃশ্যগুলো খুব স্পষ্ট ছিল না। তবে ভাঙা বোতলের সংখ্যা এবং প্রাণীটির অচেতন অবস্থার কারণে ধারণা করা হচ্ছে—এটি উল্লেখযোগ্য পরিমাণ মদ পান করেছিল।
মার্টিন আরও জানান, র্যাকুনটি এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে এটি কয়েক ঘণ্টা নড়াচড়া পর্যন্ত করতে পারেনি। কর্মকর্তারা এসে প্রথমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি কোনো গুরুতর আঘাত পায়নি। পরে সতর্কতার সঙ্গে তাকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা বিশ্রাম ও পর্যবেক্ষণের পর র্যাকুনটি সুস্থ হয়ে ওঠে এবং তাকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার ছবি ও বিবরণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে “সবচেয়ে হাস্যকর বন্যপ্রাণী ঘটনা” বলে মন্তব্য করেছেন। কেউ কেউ মজার ছলে লিখেছেন, “মানুষ নয়, এবার বন্যপ্রাণীরাও বুঝি স্ট্রেসে মদ খেতে শুরু করেছে!” আবার কেউ লিখেছেন, “র্যাকুনের পার্টি হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল!”
দোকানের মালিকও এই ঘটনাকে সামান্য ক্ষতি ছাড়া ‘অদ্ভুত কিন্তু মজার অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, দোকানের ছাদের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হবে, যাতে ভবিষ্যতে এমন অপ্রত্যাশিত অতিথি আর ঢুকতে না পারে।
সূত্র: বিবিসি