আন্তর্জাতিক ডেস্কঃ
ফ্রান্স সরকার দেশের হাইস্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন। ম্যাক্রোঁ জানান, জুনিয়র স্কুলগুলোতে ইতোমধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
শুক্রবার ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ বলেন, “আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করেছি। এবার হাইস্কুলেও এটি নিষিদ্ধ করা হবে। সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও বলেন, “হাইস্কুল হলো এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করে না, সামাজিক মেলামেশার অভিজ্ঞতাও অর্জন করে। মোবাইল ফোন শিক্ষার্থীদের সামাজিকীকরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকবেন এবং আগামী বছর থেকে এটি কার্যকর করার প্রস্তুতি চলছে।
বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহারের কারণে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং, যৌন হয়রানি এবং মানসিক সমস্যার প্রকোপ বেড়েছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক সময় ব্যয় করার ফলে একাকীত্ব এবং মানসিক চাপের শিকার হচ্ছেন।
এ অবস্থায় অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মালয়েশিয়াও আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের নিচে কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ জারি করবে।
ফ্রান্সের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি ও সামাজিক দক্ষতা বিকাশে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে, মোবাইল ফোন শিক্ষার ক্ষেত্রে বিরক্তি সৃষ্টি করছে এবং তরুণদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে।