আন্তর্জাতিক ডেস্কঃ
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে জানান, “ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে আরও চারজন হাসপাতালে মারা গেছেন।”
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠে আসছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিনির্বাপণ কাজে নেমে পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দিয়েছেন। ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় যাতায়াত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় আগুন লেগে অন্তত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনার পর ফায়ার সার্ভিস বিভাগ ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করার চেষ্টা করছে।
চৌ উইং-ইন বলেন, ফায়ার সার্ভিসের লক্ষ্য প্রতিটি বাসিন্দাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা। তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ার কারণে অনেকেই ঘরে আটকানো হয়েছিল, যা হতাহতের মূল কারণ হিসেবে কাজ করেছে।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে জরুরি মেডিকেল টিম ও পুলিশ মোতায়েন করেছে। তদন্ত চলছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণের জন্য।