আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামাতে তিনি দুই দেশের সরকারকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। গতকাল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, “তারা উভয়েই পারমাণবিক যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। তখন আমি বললাম, ‘আপনারা যুদ্ধ চালিয়ে যেতে পারেন, কিন্তু আমি প্রত্যেকের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করব।’ তিনি আরও জানান, “যুদ্ধের ফলে পরমাণু অস্ত্রের ধুলোবালি লস অ্যাঞ্জেলেসেও এসে পৌঁছাবে, যা কখনোই ঠিক নয়।”
এই হুমকি দেয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রথমে তাকে ফোন করেন এবং পাকিস্তানের পক্ষ থেকে সংঘাত থামানোর আগ্রহ জানান। একইভাবে ভারতের প্রধানমন্ত্রীও ট্রাম্পকে ফোন করে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানান।
ট্রাম্প বলেন, “আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।” এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে ভারতের জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান চালায়। এরপর পাকিস্তান পাল্টা ‘বুনিয়ান উন মারসুস’ অভিযান চালায়।
এই অবস্থায় ভারত-পাকিস্তান পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রথমবার ২০২৫ সালের মে মাসে ডিজিএমও লেভেলে বৈঠক হয়। এরপর যুদ্ধবিরতির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়।
প্রসঙ্গত, ট্রাম্পের এই দাবি নতুন নয়; এর আগেও তিনি বারবার বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামিয়েছেন। পাকিস্তানের সরকার তাদের পক্ষ থেকে এই দাবির সত্যতা স্বীকার করেছে, তবে ভারত এখনও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।