আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাতিল হওয়া বৈঠক পুনরায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, বুদাপেস্টই বৈঠকের প্রথম পছন্দ।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগ এখনো আছে এবং তা বেশ ভালোভাবেই থাকতে পারে। তিনি বলেন, “বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনও আছে।”
অক্টোবরের শেষ দিকে বুদাপেস্টে এই বৈঠক হওয়ার কথা ছিল। হাঙ্গেরি প্রস্তুতিও নিয়েছিল। তবে ট্রাম্প ২৩ অক্টোবর এই বৈঠক বাতিল করেন, কারণ তার মনে হয়েছিল বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠক বাতিলের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন। মস্কো বোঝাপড়ায় রাজি না হওয়ায় ট্রাম্প বৈঠক বাতিল করেন।
ট্রাম্প বলেন, “আমি চাই বৈঠক হোক বুদাপেস্টেই। কারণ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান পুতিনকে ভালোভাবে জানেন এবং বুঝতে পারেন। তিনি ভাবছেন, যদি দ্রুত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনার ব্যবস্থা না হয়, তাহলে যুদ্ধবিরোধী পরিস্থিতি বিপজ্জনক হতে পারে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সরকার ও হাঙ্গেরির সরকার শান্তিকামী। অন্য দেশগুলো এখনও চান যুদ্ধ অব্যাহত থাকুক, কারণ তারা বিশ্বাস করেন ইউক্রেন জয়ী হবে। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রের অবস্থা জানার অভাব তাদের এই বিশ্বাসে প্রভাব ফেলেছে।”
সূত্র : নিউইয়র্ক টাইমস