অনলাইন ডেস্কঃ
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ এখন থেকেই আত্মিক প্রস্তুতি নিতে শুরু করেছেন— এক মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদতের মাসকে বরণ করার জন্য।
ইসলামধর্ম বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ শনিবার (৮ নভেম্বর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে বাকি আর শতদিন।
🌙 সম্ভাব্য তারিখ ঘোষণা
জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হতে পারে।
আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে তা খালি চোখে দেখা সম্ভব নয়। এ কারণে মধ্যপ্রাচ্যে ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হবে।
🕌 রোজার সময়সীমা
আগামী বছর রমজানের প্রথম দিকটায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বাড়তে বাড়তে তা ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
🕋 বাংলাদেশে রমজান ও ঈদুল ফিতর
মধ্যপ্রাচ্যের চেয়ে একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে প্রথম রোজা পড়তে পারে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২১ মার্চ (শনিবার)।
বিশ্বজুড়ে মুসলমানরা এখন থেকেই আত্মিকভাবে প্রস্তুত হচ্ছেন রমজানের আগমন উপলক্ষে— যে মাস আত্মসংযম, দান, ও আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রতীক।