অনলাইন ডেস্কঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একমাত্র ব্যক্তি যিনি বাস্তবিকভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন, তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বিশ্বাস করেন, শি-ই সেই নেতাদের একজন, যিনি পুতিনকে সংলাপে ফিরিয়ে আনতে সক্ষম।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমার মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বোঝাতে পারেন যুদ্ধ বন্ধ করতে।” তিনি আরও যোগ করেন, “বিশ্ব এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে এই সংঘাত শুধু ইউক্রেন নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে।”
ট্রাম্প অভিযোগ করেন, বর্তমান মার্কিন প্রশাসন কূটনৈতিক উদ্যোগে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া-চীন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিয়েছেন, যা এখন বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি করেছে।
তিনি বলেন, “যদি আমি প্রেসিডেন্ট হতাম, এই যুদ্ধ এতটা দীর্ঘ হতো না। আমি পুতিন ও শি — দুজনকেই আলোচনায় বসতে রাজি করাতে পারতাম।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বার্তা। এতে একদিকে তিনি বাইডেন প্রশাসনের ব্যর্থতা তুলে ধরছেন, অন্যদিকে নিজেকে একজন দক্ষ কূটনীতিক হিসেবে উপস্থাপন করছেন।
এদিকে, চীন এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও বেইজিং সবসময়ই সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে আসছে। ফলে ট্রাম্পের মন্তব্য বিশ্ব কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এশিয়ানপোস্ট / এফআরজে