আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সীমান্ত অঞ্চলে যুদ্ধাস্ত্র ও সাঁজোয়া যান পাঠানো হচ্ছে।
শনিবার রাতে পাক-আফগান সীমান্তে তীব্র সংঘর্ষের পর এই পদক্ষেপ নেয় তালেবান সরকার। রবিবার সকালে আফগানিস্তান দাবি করেছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং ৫৮ জন পাক সেনা নিহত হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, “শনিবার রাতের সংঘর্ষে আফগান বাহিনী সফলভাবে পাকিস্তানের ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে। আমাদের হামলায় ৫৮ জন পাক সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “পাকিস্তান যদি আবার আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।”
সম্প্রতি পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে। এই অভিযোগের পর গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়।
সেই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জঙ্গিও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে টিটিপির সম্ভাব্য পরবর্তী প্রধান হিসেবে দেখা হচ্ছিল।
তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার ওই হামলায় নিহত বা আহতদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। দেশটির সরকার কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে “সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন” বলে কঠোর নিন্দা জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সংঘাত দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, তোলো নিউজ
এশিয়ানপোস্ট / এফআরজে