আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে দাবি করেছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি স্থাপনায় সফল হামলার জন্য কিয়েভকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ওয়াশিংটন।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইউক্রেন রুশ সীমান্ত থেকে বহু দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগারসহ জ্বালানি অবকাঠামো।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এসব তথ্য জানা গেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হোয়াইট হাউজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কেউই মন্তব্য করতে রাজি হয়নি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও মস্কো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো নিয়মিত ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, “ইউক্রেনের বাহিনীর কাছে তথ্য পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পুরো অবকাঠামো ব্যবহার করা হচ্ছে—এটা এখন দিবালোকের মতো পরিষ্কার।”
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পথনির্দেশ, উচ্চতা, সময় ও কৌশল নির্ধারণে মার্কিন গোয়েন্দা সংস্থা ইউক্রেনকে তথ্য সরবরাহ করছে। এর ফলে ইউক্রেনের ড্রোনগুলো রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সফলভাবে হামলা চালাতে পারছে।
অভিযান পরিকল্পনার প্রতিটি ধাপেই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন তিনজন কর্মকর্তা। তাদের একজন জানান, “ইউক্রেন নিজেই লক্ষ্য নির্ধারণ করে, এরপর ওয়াশিংটন ওই স্থাপনাগুলোর দুর্বল দিকগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য দেয়।”
চলতি মাসের শুরুতে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইউক্রেনকে গোয়েন্দা তথ্যের পাশাপাশি ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউজ। এছাড়া, ন্যাটো মিত্রদেরও একই ধরনের সহায়তা দিতে আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ হামলা থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষায় ইতিবাচক আলোচনা হয়েছে। আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার নতুন সুযোগ ও চুক্তি নিয়েও তাদের কথা হয়েছে বলে জানান তিনি।
এশিয়ানপোস্ট/এফআরজে