অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় জানিয়েছেন, হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। তবে তাঁর ঘোষণার পরও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, তাঁর প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে দুই পক্ষ। তিনি বলেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হয়েছে।”
কিন্তু আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরও গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। বিমান থেকে নিক্ষিপ্ত গোলা আল-শাতি শরণার্থীশিবিরের একটি বাড়িতে আঘাত হানে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চল সাবরা এলাকার কিছু বাড়ির কাছে ইসরায়েলি সেনারা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে ট্রাম্প গাজা সংকট সমাধানে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে হামাস খানিকটা ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়, আর ইসরায়েল আগেই পরিকল্পনাটি মেনে নেয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হন বলে দাবি করে ইসরায়েল। সেদিন ২৫১ জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে ৪৭ জন এখনো গাজায় রয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তাঁদের মধ্যে ২৫ জন ইতিমধ্যে নিহত হয়েছেন। হামলার পর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা।
এশিয়ানপোস্ট / এফআরজে