আন্তর্জাতিক ডেস্কঃ
‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানের বিমান বাহিনীর এফ-১৬ ও জেএফ-১৭ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল। এমনটাই দাবি করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং।
তিনি আরও দাবি করেছেন, সংঘাত থামাতে যুদ্ধবিরতির আবেদন করেছিল ইসলামাবাদ, যুক্তরাষ্ট্র নয়। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে এপি সিং পাকিস্তানি সেনাবাহিনীর দাবিকে “প্রচারণা” আখ্যা দিয়ে বলেন, ভারতীয় কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়নি। বরং এসব গল্প দেখিয়ে পাকিস্তানি জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, যুদ্ধবিরতির আবেদন করেছিল পাকিস্তানই। এতে স্পষ্ট হয়, ১০ মে সংঘর্ষ থামার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ নয়, বরং ইসলামাবাদের পক্ষ থেকেই শান্তি প্রার্থনা করা হয়েছিল।
ভারতীয় এই বিমানবাহিনী প্রধান দাবি করেন, পেহেলগামে বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনারা পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে থাকা ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালায়। এতে সারা দুনিয়া ভারতীয় সেনাদের শক্তি ও নির্ভুল আক্রমণের সক্ষমতা প্রত্যক্ষ করেছে।
এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের দাবি, “অপারেশন সিন্দুর-এ নিরপরাধ মানুষ হত্যার মূল্য দিয়েছে সন্ত্রাসীরা… আর সবাই দেখেছে আমরা লক্ষ্য পূরণ করেছি। আমরা ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি, এরপরই (পাকিস্তান) যুদ্ধবিরতির অনুরোধ করেছে।”
তিনি ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও প্রশংসা করেন। তার দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ১০০ ঘণ্টার সংঘাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত বা ধ্বংস করেছে।
অবশ্য গত চার মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে মূল ভূমিকা পালন করেছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে, এমনকি গত বুধবার মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যেও তিনি বলেন, “ভারত আর পাকিস্তান লড়াই করছিল। আমি দু’পক্ষকে ফোন করি, আর এবার বাণিজ্য ইস্যু ব্যবহার করে সংঘাত বন্ধ করি।” সূত্র : আনাদোলু এজেন্সি
এশিয়ানপোস্ট /আরজে