বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদতপুষ্ট’ ১৪ সন্ত্রাসী নিহত

রাজু / ১০ বার
আপডেটের সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইাবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির সেনা-পুলিশ যৌথ অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি— নিহত এই সন্ত্রাসীদের সবাই ‘ভারতীয় মদতপুষ্ট’ ছিল।

উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান এবং তাতে সন্ত্রাসীদের সংবাদ বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত পাকিস্তানে প্রক্সি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। অতি সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় পরিচালিত এক সেনা অভিযানে ১৪ জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে।’‘গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উচ্ছেদের আগ পর্যন্ত আমাদের যৌথ অভিযান চলবে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে সেনা অভিযানকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, যারা সন্ত্রাসবাদের সমর্থক ও  মানবতার শত্রু— তাদেরকে এভাবেই খতম করা হবে।

প্রসঙ্গত, ৫ দিন আগে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কাছি জেলায় অভিযান চালিয়ে ৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছিল সেনা-পুলিশ যৌথ বাহিনী। আইএসপিআরের সেবারের বিবৃতিতেও দাবি করা হয়েছিল যে নিহতরা সবাই ভারতের মদতপুষ্ট।

প্রসঙ্গত, পাকিস্তানের চার রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি রাজ্যে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান-এর (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। টিটিপি এবং বিএলএ— উভয়েরই চূড়ান্ত লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে এক জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক নিহত হন। নিহতদের সবাই পুরুষ এবং একজন বাদে সবাই ভারতের নাগরিক। পরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই টিআরএফ মূলত পাকিস্তান কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈয়বা (লেট) এর একটি উপশাখা।

এ ঘটনার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারতের পক্ষ থেকে বলা হয়, জম্মু-কাশ্মিরে হামলা করেছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা। ভারত এই অভিযোগ জানানোর পর থেকে পাকিস্তানও টিটিপি এবং বিএলএ-কে ভারতীয় মদতপুষ্ট বলে পাল্টা অভিযোগ জানিয়ে আসছে। সূত্র : জিও টিভি

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর