শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা কেড়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন

রিপোর্টার / ৪২ বার
আপডেটের সময় : শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
Aduana del Ecuador, Rumichaca. Cientos de venezonalos en situacion de movilidad humana esperan en fila para sellar su pasaporte y continuar con su viaje. Al dia, lelgaban entre 3000 y 7000 personas buscando salir de Colombia para viajar, en su mayoria, a Peru. La espera en esta fila se extiende hasta 4 dias, durmiendo en la calle o en zonas techadas de la Aduana. Durante las noches, la temperatura puede llegar a bajar hasta 3 grados Celcius.

এশিয়ান পোস্ট ডেস্কঃ

ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের এ মর্যাদা দিয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন। অ্যামেরিকায় বসবাসরত ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িক সুরক্ষার মর্যাদা কেড়ে নিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সিদ্ধান্তে সোমবার সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের এ মর্যাদা দিয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাময়িক সুরক্ষার মর্যাদা বা টিপিএস কর্মসূচির আওতায় ভেনেজুয়েলার অভিবাসীদের বিতাড়ন থেকে সুরক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সে সিদ্ধান্ত স্থগিত করে দেন সান ফ্রান্সিসকোভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট জাজ এডওয়ার্ড চেন।

এডওয়ার্ডের এ সিদ্ধান্ত প্রত্যাহারে জাস্টিস ডিপার্টমেন্টের করা আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এ আদেশে বিচারপতির স্বাক্ষর নেই। বিচারপতিরা জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো রায় দিলে সাধারণত সেটিতে তাদের সই থাকে না।

সুপ্রিম কোর্টের রায় বিতাড়ন সুরক্ষা কেড়ে নেওয়ার পক্ষে গেলেও ট্রাম্প প্রশাসন কাজের অনুমতি কিংবা টিপিএস সংক্রান্ত অন্য নথিগুলো অবৈধ গণ্য করতে চাইলে তাকে চ্যালেঞ্জ করতে পারবেন অভিবাসীরা। বাইডেন টিপিএসের যে মেয়াদ বাড়িয়েছিলেন, সেটি শেষ হচ্ছে ২০২৬ সালের অক্টোবরে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, বাইডেনের আমলে ২০২৩ সালে টিপিএসের জন্য নথিভুক্ত হন ভেনেজুয়েলার প্রায় তিন লাখ ৪৮ হাজার ২০২ অভিবাসী।

সুপ্রিম কোর্টের রায়ের একমাত্র প্রকাশ্য বিরোধিতাকারী ছিলেন উদারপন্থি বিচারপতি কেতাঞ্জি বাউন। এদিকে সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তকে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন টিপিএসগ্রহীতা এবং ন্যাশনাল টিপিএস অ্যালায়েন্সের মতো বাদীরা। তাদের ভাষ্য, ভেনেজুয়েলা এখনও অনিরাপদ দেশ।

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর